প্রথম পাতা খবর বর্ষবরণ উপলক্ষ্যে কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা, প্রচুর পুলিশ মোতায়েন

বর্ষবরণ উপলক্ষ্যে কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা, প্রচুর পুলিশ মোতায়েন

252 views
A+A-
Reset

কলকাতা: বর্ষবরণকে কেন্দ্র করে গোটা কলকাতা শহর জুড়ে পুলিশি নিরাপত্তার চাদর। ইংরাজি নববর্ষের উৎসবে নিরাপত্তার উপর জোর দিয়েছে কলকাতা পুলিশ। এ বার বেশি ভিড় হওয়ার আশঙ্কায় শুধুমাত্র পার্কস্ট্রিটেই গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করছে লালবাজার।

সূত্রের খবর, বর্ষশেষ ও বর্ষবরণ উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি শুধু কলকাতায় প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এমনকী ড্রোনের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি চালাবে পুলিশ।

জানা গিয়েছে, গোটা শহরকে ১০টি সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে। প্রত্যেকটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিসি পদ মর্যাদার অফিসাররা। এ ছাড়াও ইতিমধ্যে ব্যবস্থা করে রাখা হয়েছে ৫৮টি পিসিআর ভ্যানের। এই পিসিআর ভ্যানগুলির মধ্যে ২৩টি থাকবে পার্কস্ট্রিট চত্বরেই। পার্ক স্ট্রিট চত্বরে ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। শহরজুড়ে থাকছে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, ৯৭টি নাকা পয়েন্ট। তৈরি করা হয়েছে দুটি ক্যুইক রেসপন্স টিম।

এ ছাড়াও বিভিন্ন শপিং মল ও গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন পুলিশকর্মীরা। সাদা পোশাকেও পুলিশ সেখানে ঘুরে বেড়াবে। থাকছে মহিলা পুলিশের উইনার্স টিম। মদ্যপান করে গাড়ি চালানোর কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.