আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে শনিবারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে শহরে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গেছে, ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, রেড রোড, এজেসি বোস রোড, হাওড়া সেতুসহ নানা এলাকায় ব্যারিকেড, কন্টেনার ও অ্যালুমিনিয়াম গার্ডওয়াল বসানো হয়েছে। ১০ ফুট উচু ব্যারিকেড তৈরি হয়েছে রাস্তায় ড্রিল করে।
অশান্তি এড়াতে রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, পোস্টার লাগানো ও জলকামানের ব্যবস্থাও রাখা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়েছেন, নবান্নের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি থাকায় জমায়েত নিষিদ্ধ। মন্দিরতলা বাসস্ট্যান্ড, বঙ্কিম সেতুর নিচে ও হাওড়া ময়দানে মিলিতভাবে সর্বাধিক ১২০০ জনের জমায়েত অনুমোদিত।
কলকাতা হাই কোর্টের নির্দেশমতো বিকল্প মিছিলস্থল হিসাবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড নির্ধারিত হয়েছে। শান্তিপূর্ণ মিছিল হলে প্রশাসনের পূর্ণ সহযোগিতা মিলবে, তবে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কমিশনার মনোজ ভার্মা সতর্ক করেছেন।