পুরুলিয়ার পর এবার বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধারের আশেপাশে বাঘিনী জিনতের অবস্থান শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে জালের ফাঁক দিয়ে পালিয়ে যায় সে। লোকালয়ের কাছাকাছি অবস্থান করায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
বনদফতরের ট্র্যাকার, ড্রোন, ও নাইট ভিশন ব্যবহার করেও বাঘিনীর গতিবিধি স্পষ্টভাবে নির্ণয় করা যাচ্ছে না। স্যাটেলাইট লোকেশনের মাধ্যমে প্রতি চার ঘণ্টায় তার অবস্থান জানার চেষ্টা হলেও, প্রায় ৩০ মিনিট ধরে বাঘিনী নিখোঁজ ছিল। শনিবার সকালে কুমারী নদী পার হয়ে কাঁসাইয়ের পাড় ধরে বাঁকুড়ার দিকে এগিয়ে যায় সে।
গত রবিবার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি হয়ে জিনত প্রথমে বান্দোয়ানে পৌঁছায়। তারপর থেকেই তাকে ধরার জন্য বনদপ্তর জাল, ঘুমপাড়ানি গুলি এবং নানা কৌশল প্রয়োগ করে আসছে। তবে শুক্রবার রাতে ডাঙরডি মোড়ে জাল ঘেরা এলাকা থেকে জিনত পালিয়ে যায় এবং লোকালয়ে ঢুকে পড়ে।
বাঘিনীকে বাগে আনা যেমন বনদফতরের কাছে এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তেমনই স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।