হাওড়া: নৈশ কার্ফুর নিয়ম সামান্য শিথিল করল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে করোনার বিধিনিষেধ সংক্রান্ত নতুন নিয়মের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছেন, এ বার রাত ১০টার বদলে কার্ফু শুরু হবে রাত ১১টা থেকে। যদিও কার্ফু শেষ হওয়ার সময় বদলাচ্ছে না। রাত ১১টা থেকে শুরু হয়ে ভোর ৫টাতেই শেষ হবে নৈশ কার্ফুর মেয়াদ।
সোমবার মুখ্যমন্ত্রী রাত্রিকালীন কার্ফুর সময় কমানোর পর প্রশ্ন উঠেছিল তবে কি শেষ মেট্রোর সময় পিছোবে? তার অবশ্য কোনও স্পষ্ট জবাব পাওয়া যায়নি সোমবার মমতার ঘোষণায়। মেট্রোর তরফেও এ নিয়ে কোনও ঘোষণা করা হয়নিয়। তবে এ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে মমতা জানিয়েছেন, রেল সংক্রান্ত বিষয়ে পরে ভাবা হবে।
কার্ফুর মেয়াদ কমানোর সঙ্গে আরও অনেক ক্ষেত্রে ছাড়ও দিয়েছে রাজ্য সরকার। সিনেমাহল, সুইমিং পুল, রেস্তরাঁ, পানশালা, প্রেক্ষাগৃহ, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমাবেশ এমনকি বিয়েবাড়িতেও মোট স্থান সঙ্কুলানের ৭৫ শতাংশ অতিথির উপর ছাড় ঘোষণা করেছেন মমতা। নতুন নিয়ম বলবৎ হবে ১ ফেব্রুয়ারি থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারির পর পরিস্থিতি বিবেচনা করে আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: বৃহস্পতিবার রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত খুলছে স্কুল , পঞ্চম থেকে সপ্তম পাড়ায় পাড়ায় পাঠশালা