প্রথম পাতা খবর ধর্ষণের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক ধর্ষণকারীর? গুরুতর অভিযোগ তৃণমূলের

ধর্ষণের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক ধর্ষণকারীর? গুরুতর অভিযোগ তৃণমূলের

292 views
A+A-
Reset

কলকাতা: আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। আগামী মঙ্গলবার, ২৭ আগস্ট এই ইস্যুতে প্রথম নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। করা ডেকেছে তা নিয়ে রয়েছে রহস্য। অন্যদিকে, তৃণমূলের দাবি, ‘ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের হোতা নিজেই ধর্ষণে অভিযুক্ত’!

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের নামে এই অভিযানের ডাক দেওয়া হলেও এর পিছনে বকলমে গেরুয়া শিবিরেরই ইন্ধন রয়েছে বলে অভিযোগ রাজ্যের একাধিক ছাত্র সংগঠনের। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে প্রবীর দাস, সায়ন লাহিড়ী ও শুভঙ্কর হালদার নামে তিনজন নিজেদের ‘ছাত্র’ বলে দাবি করে জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁদের তিনজনের মধ্যে পরিচয়। তাঁরা কোনও রাজনৈতিক দলের সদস্য নন।

কিন্তু শুধু তৃণমূল নয়, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবি, ওই তিনজন আদতে বিজেপি নেতা। পরিচয় ভাঁড়িয়ে ছাত্র সেজেছেন তাঁরা। এ ব্যাপারে বামপন্থী সোশাল মিডিয়া গ্রুপগুলোতে ব্যাপক প্রচার চলছে। মুখ খুলেছেন সিপিএমের উচ্চ নেতৃত্বও।

নবান্ন অভিযানের আহ্বায়ক এই তিন ছাত্রের অন্যতম শুভঙ্কর। তাঁর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুরের পোস্টে দাবি করা হয়, এক সময় টিএমসিপি করলেও ধর্ষণ এবং অপহরণের মামলায় জড়়িয়ে যাওয়ায় শুভঙ্করকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। শুভঙ্করের বিরুদ্ধে কলেজে ভাঙচুর চালানো, আইসির গায়ে হাত তোলার অভিযোগও তোলা হয়েছে।

তৃণাঙ্কুর নবান্ন অভিযানের অন্যতম উদ্যোক্তার ‘রাজনৈতিক এবং ব্যক্তিগত ইতিহাস’ তুলে ধরে দাবি করেন যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করার পর মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভঙ্কর। পরে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র নবদ্বীপ শাখার সভাপতি হন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.