কলকাতা: আরজি কর হাসাপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনার দু’সপ্তাহ কেটে দিয়েছে। তদন্ত করছে সিবিআই। এখনও বিচার পাননি নির্যাতিতা। এবার তাঁর বিচার চেয়ে রবিবাসরীয় সন্ধেয় পথে নামলেন ছোটপর্দার শিল্পীরা। ‘
টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর’ এই স্লোগান সামনে রেখেই রবিবার সন্ধ্যায় টেলিভিশন শিল্পীদের ঢল নামল রাস্তায়। এই মিছিল শুরু হয় সন্ধে ৬টা নাগাদ। মিছিল ইন্দ্রপুরী স্টুডিও থেকে যায় দেশপ্রিয় পার্ক পর্যন্ত।
টেলিভিশন খুললেই যে সমস্ত তারকাদের দেখা যায় রোজ, তাঁরাই নেমে এসেছেন পথে। যাঁদের গলায় শোনা যায় মন ভোলানো সংলাপ, তাঁরাই উঁচু গলায় তুলছেন স্লোগান, ‘বিচার চাই’। সুর চড়েছে সরকারের বিরুদ্ধেও।
এদিন টেলি তারকাদের মিছিলে সামিল হয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়, ছিলেন মানসী সিনহা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, ইন্দ্রনীল মল্লিক, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু, শ্রুতি দাস সহ বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
এর আগের দিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের মঞ্চে দেখা গিয়েছে রঞ্জিত মল্লিক, দেব , ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, চৈতী ঘোষাল, তনুশ্রী চক্রবর্তী, পাওলি দাম সহ আরও অনেককে।