রাজ্য জুড়ে পুরভোটের আবহে তৃণমূল কংগ্রেস এর মহাসচিবের ঘোষণা, রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রণীত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কঠোর ভাবে মেনে চলবে তৃণমূল।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আরও জানান, যথেষ্ট ভারসাম্য রেখে প্রার্থিতালিকা তৈরি করা হয়েছে। তবে এবার আর কোনও বিধায়ককেই টিকিট দেওয়া হচ্ছে না।
তৃণমূলে তরফে বলার চেষ্টা হয়েছে যে আগামী পুরভোটে দলে এবার নতুনদের সুযোগ করে দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে, তাঁকেই সমর্থন করতে হবে।
রাজ্যের ১০৮ পুরসভায় কোনও বিধায়ক লড়বেন না এবং একই পরিবারের একাধিক নেতাও কাউন্সিলর হওয়ার ভোটে লড়তে পারবেন না। শুক্রবার দলের তরফে প্রার্থিতালিকা ঘোষণার পর এমনটাই জানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।