Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, ছয় আসনের উপনির্বাচনে স্থানীয় নেতৃত্বের উপর ভরসা - NewsOnly24

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, ছয় আসনের উপনির্বাচনে স্থানীয় নেতৃত্বের উপর ভরসা

কলকাতা: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস রাজ্যের ছয় বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল। শাসকদলের সূত্র অনুযায়ী, উপনির্বাচনে স্থানীয় নেতৃত্বের উপরেই আস্থা রেখেছে দল।

সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয়প্রকাশ টোপ্পো। নৈহাটিতে সনৎ দে, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম, মেদিনীপুরে সুজয় হাজরা এবং তালড্যাংরায় ফাল্গুনী সিংহবাবু তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন।

আগামী ১৩ নভেম্বর এই ছ’টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, নৈহাটি আসনে উপনির্বাচন হচ্ছে পার্থ ভৌমিক সাংসদ হওয়ার কারণে। হাড়োয়ায় ভোট হচ্ছে প্রাক্তন বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরহাটের সাংসদ হওয়ায়। তবে কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ বসুনিয়া সাংসদ হওয়ায় আসনটি ফাঁকা হয়েছে। তালডাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ হওয়ায় সেখানে ভোট হবে। মেদিনীপুর আসনে ভোট হচ্ছে প্রাক্তন বিধায়ক জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ার পর। মাদারিহাটের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ হওয়ার পর সেখানে উপনির্বাচন হচ্ছে।

এই ছ’টি আসনের মধ্যে পাঁচটি আসন তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল, আর মাদারিহাট আসনটি ছিল বিজেপির দখলে। উপনির্বাচনের ফলাফলে কোন দল কতগুলি আসন ধরে রাখতে বা দখল করতে পারবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি গরম হয়ে উঠেছে।

Related posts

খেজুর গুড় থেকে কি ছড়াতে পারে নিপা ভাইরাস? কী বলছেন চিকিৎসকরা

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে জনস্রোত, ৮৫ লক্ষ পুণ্যার্থী স্নানে, আকর্ষণ কিন্নর সাধুরা

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে