তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, ছয় আসনের উপনির্বাচনে স্থানীয় নেতৃত্বের উপর ভরসা

কলকাতা: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস রাজ্যের ছয় বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল। শাসকদলের সূত্র অনুযায়ী, উপনির্বাচনে স্থানীয় নেতৃত্বের উপরেই আস্থা রেখেছে দল।

সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয়প্রকাশ টোপ্পো। নৈহাটিতে সনৎ দে, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম, মেদিনীপুরে সুজয় হাজরা এবং তালড্যাংরায় ফাল্গুনী সিংহবাবু তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন।

আগামী ১৩ নভেম্বর এই ছ’টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, নৈহাটি আসনে উপনির্বাচন হচ্ছে পার্থ ভৌমিক সাংসদ হওয়ার কারণে। হাড়োয়ায় ভোট হচ্ছে প্রাক্তন বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরহাটের সাংসদ হওয়ায়। তবে কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ বসুনিয়া সাংসদ হওয়ায় আসনটি ফাঁকা হয়েছে। তালডাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ হওয়ায় সেখানে ভোট হবে। মেদিনীপুর আসনে ভোট হচ্ছে প্রাক্তন বিধায়ক জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ার পর। মাদারিহাটের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ হওয়ার পর সেখানে উপনির্বাচন হচ্ছে।

এই ছ’টি আসনের মধ্যে পাঁচটি আসন তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল, আর মাদারিহাট আসনটি ছিল বিজেপির দখলে। উপনির্বাচনের ফলাফলে কোন দল কতগুলি আসন ধরে রাখতে বা দখল করতে পারবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি গরম হয়ে উঠেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক