১০৮ পুরসভার প্রার্থিতালিকায় শেষ মুহূর্তে বেশ কিছু পরিবর্তন করল তৃণমূল

শেষ পর্যন্ত পুরভোটের প্রার্থিতালিকা ঘোষণার করে দেওয়ার পরেও শেষ মুহূর্তে বেশ কিছু অভিযোগ ওঠার কারণে ও ক্ষোভ বিক্ষোভের পর নিজেদের প্রকাশিত তালিকায় বেশ কিছু বদল করল তৃণমূল কংগ্রেস। নতুন তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে জেল সভাপতিদের কাছে।

জানা গিয়েছে ইতিমধ্যেই নতুন তালিকায় সই করেছেন সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়। আরো জানা গিয়েছে পুরানো তালিকার সঙ্গে প্রায় ২০ শতাংশ পার্থক্য রয়েছে নতুন তৈরি তালিকার।

রাজ্যের বাকি থাকা মোট ১০৮ পুরসভার ভোটে শুক্রবার বিকেল নাগাদ প্রার্থিতালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে বলা হয়েছিল, নবীন ও প্রবীণের ভারসাম্য রেখে তৈরি হয়েছে প্রার্থিতালিকা।

তালিক প্রকাশিত হওয়ার পরে দেখা যায় বেশ কিছু ত্রুটি রয়ে গিয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দলের কর্মী সমর্থকদের বিক্ষোভকেও গুরুত্ত দিয়ে দেখার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত এদিন
রাতেই প্রার্থিতালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে বলে দলীয় সূত্র জানা যায়। এমনকি নতুন তালিকায় দলের দুই শীর্ষ নেতা সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায় দুজনে সই করেছেন বলেও খবর।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে