বাংলার কৃষক আন্দোলনের পীঠস্থান সিঙ্গুরের মাটিতে ধরনা কর্মসূচি শুরু করেছিল বিজেপি। লাগাতার তিনদিন ধরে চলে সেই ধরনা। বৃহস্পতিবারই শেষ হয়েছে বিজেপির সেই কর্মসূচি। আর তার পরপরই সিঙ্গুরের ওই এলাকায় শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করল তৃণমূল কংগ্রেস।
রাজ্যের বুকে নতুন করে আর নতুন রূপে নিজেদের মেলে ধরতে চাইছে বিজেপি। আর সেই লক্ষ্যেই কলকাতা পুরসভার নির্বাচনের ময়দান ছেড়ে সিঙ্গুরের মাটিতে নিজেদের তাঁবু খাটিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবিকে সামনে রেখে লাগাতার ৭২ ঘণ্টা ধরে চলে বিজেপির এই ধরনা আন্দোলন কর্মসূচি। মঙ্গলবার থেকে শুরু হয়ে যা শেষ হয় বৃহস্পতিবার।
এরপর শুক্রবার সকাল থেকেই লক্ষ্য করা যায় সিঙ্গুরের মহিলারা হাতে ঝাঁটা, ঝুড়ি আর গোবর নিয়ে লেগে পড়েছেন সাফাই অভিযানে। এই সাফাই অভিযানের নেতৃত্বে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না।
এই সাফাই অভিযান প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বলেন, “সিঙ্গুর হলো দেশের কৃষক আন্দোলনের অন্যতম মাইল স্টোন। এই মাটি থেকেই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক আন্দোলন। যার সাক্ষী সারা বাংলা সহ গোটা দেশ। আর এমন একটা স্থানকে আন্দোলনের নামে অশুদ্ধ করেছে বিজেপি। সেই কারণেই এই শুদ্ধিকরণ অভিযানের আয়োজন”