তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও গুরুত্ব পাচ্ছে বাংলার বাইরের ছয় রাজ্য, উড়বে দলীয় পতাকা

নতুন বছরের সূচনায় তৃণমূলের নতুন লক্ষ্য বাংলার বাইরের রাজ্য গুলিতেও একে একে জোড়া ফুল ফুটিয়ে তোলা। সেই লক্ষ্য়কে সামনে রেখে একেবারে নতুন বছরের প্রথম দিন থেকেই উঠে পড়ে লাগতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এক্ষেত্রে সামনে রাখা হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবসকে।  এই কর্মসূচির মাধ্যমেই বাংলার বাইরে ভীনরাজ্যে দলকে প্রতিষ্ঠা দেওয়ার কর্ম যজ্ঞ শুরু করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

এমনিতে ২০২১ সাল তৃণমূল কংগ্রেসের জন্য় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, বিগত এই বছরটি প্রায় উজাড় করে তৃণমূলের ঝুলি ভরে দিয়েছে, এটা বলাই যায়। কারণ, এবছর বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য় লাভ করেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। রেকর্ড ভোটে বিজয়ী হয়ে তৃতীয়বার বাংলার মসনদে বসেছে তৃণমূল কংগ্রেস।

এর ঠিক পরপরই বাংলার বাইরেও এবার ধিরে ধিরে ডালপালা মেলতে শুরু করেছে জোড়া ফুল। জাতীয় দলের তকমা সম্মানের সঙ্গে ধরে রাখার জন্য় এবার অনেক বুঝে শুনে মেপে পা ফেলছে তৃণমূল। ইতিমধ্য়েই পড়শি রাজ্য় ত্রিপুরয়া যার সুফল মিলেছে অনেকটাই। প্রাপ্ত ভোটের নিরিখে সেখানে বাম কিংবা কংগ্রেসকে পিছনে ফেলে ইতিমধ্য়েই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলার শাসকদল।

একইভাবে মেঘালয়েও দলবদলের মাধ্য়মে ভারতের রাজনৈতিক ম্য়াপে বিরোধী দল হিসেবে ফুটে উঠেছে জোড়াফুল। গোয়াতেও ভালই এগোচ্ছে দল। লক্ষ্য় রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং স্বয়ং মোদির গড় গুজরাতের দিকেও। আর এই লক্ষ্য় পুরণের লক্ষ্য়েই এবার বাংলার বাইরে এই সব রাজ্য় গুলিতেও তৃণমূল কংগ্রেসের তরফে পালিত হবে দলের প্রতিষ্ঠা দিবস। এই সব রাজ্য়েও উত্তোলিত হবে তৃণমূল কংগ্রেসের পতাকা। এমনটাই সিদ্ধান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের কোর কমিটিতে। অন্তত দলীয় সূত্রে তেমনটাই খবর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক