কলকাতা: তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় উঠে এল ভুয়ো নম্বর প্লেট, স্কুটার কেনা এবং বিহার যোগের চাঞ্চল্যকর তথ্য। লালবাজারের গোয়েন্দাদের দাবি, হামলার মাত্র সাত দিন আগে একটি পুরোনো স্কুটার কিনেছিল মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজার। পরে ওই স্কুটারের আসল নম্বর প্লেট পাল্টে দেওয়া হয়। যাঁর কাছ থেকে স্কুটার কেনা হয়েছিল, তাঁকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের তদন্তে আরও জানা গেছে, গুলজার হামলাকারীদের আসল মোবাইল ফোনগুলি নিয়ে তাদের হাতে নতুন মোবাইল ফোন এবং সিমকার্ড সরবরাহ করেছিল। কোন পরিচয়পত্র দিয়ে এবং কীভাবে সিমকার্ডগুলি সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের দাবি, মূল অভিযুক্ত গুলজার বিহারের জামুইয়ের বাসিন্দা। সুশান্ত ঘোষের ওপর হামলায় যুক্ত আরেক অভিযুক্ত ইকবালও বিহারের বাসিন্দা। সূত্রের খবর, হামলার প্রায় এক মাস আগে বিহারের বৈশালী থেকে কলকাতায় আসে এক হামলাকারী। হামলার আগে আরও দুই ব্যক্তি বিহার থেকে আসে। এদের মধ্যে দুই জন কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের সদস্য।
লালবাজার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে দু’জনের বিরুদ্ধে বিহারে পুরোনো ফৌজদারি মামলা রয়েছে। বিহার পুলিশের থেকে তাদের অপরাধের তথ্য সংগ্রহ করেছে কলকাতা পুলিশ।
তদন্তকারীদের মতে, হামলার পরিকল্পনা নিখুঁতভাবে করার জন্য গুলজার পুরোনো স্কুটার কিনে তার নম্বর প্লেট বদলে দেয়। ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে সুশান্তর ওপর হামলার কাজে তা ব্যবহার করা হয়।
এই ঘটনায় বিহার যোগের বিষয়টি সামনে আসায় কলকাতা পুলিশ এবং বিহার পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে। মামলার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং মূল চক্রটিকে নির্মূল করার জন্য জোরদার অভিযান চালানো হচ্ছে।