57
প্রয়াত পথের পাঁচালীর দুর্গা অর্থাৎ উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল প্রায় আশি বছর।
কয়েক বছর আগে ক্যানসার ধরা পড়ে তাঁর। প্রাথমিক চিকিত্সায় সাড়াও দিয়েছিলেন। কিন্তু সেই মারণরোগ আবারও শরীরে বাসা বাঁধে। চিকিত্সার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাত্র বারো বছর বয়সে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছায়াছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন উমা দাশগুপ্ত। তাঁর সেই অসাধারণ অভিনয়ের জন্য আজও দর্শক তাঁকে মনে রেখেছে।