প্রথম পাতা খবর তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রাট মেটাতে জেলায় জেলায় কো-অর্ডিনেটর নিয়োগ

তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রাট মেটাতে জেলায় জেলায় কো-অর্ডিনেটর নিয়োগ

242 views
A+A-
Reset

পুরভোটের প্রার্থী তালিকা সংক্রান্ত বিভ্রাট সামলাতে ফের একবার আসরে নামলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে সমস্ত বিভ্রান্তি কাটানোর চেষ্টা করলেন তিনি। বিভিন্ন জেলার নির্বাচনী দায়িত্বে দলের এক একজন শীর্ষ স্থানীয় নেতাকে কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

একইসঙ্গে এদিন এই প্রার্থী বিতর্কে পার্থ চট্টোপাধ্যায় এর সাফ কথা, প্রার্থী তো একজনই হবেন। দলীয় পতাকার পিছনে এক হয়ে সবাই দাঁড়াবেন। পুরভোটের প্রার্থীতালিকা প্রত্যাশামতো না হওয়ায় বিস্তর অসন্তোষ তৃণমূলে। তার বহিঃপ্রকাশও দেখা গিয়েছে নানা জায়গায় নানা ভাবে। কোথাও কোথাও দলত্যাগের মতো অনভিপ্রেত ঘটনাও ঘটতে দেখা গিয়েছে।

সোমবার মূলত প্রার্থী তালিকা নিয়ে দলের মধ্যে তৈরি হওয়া বিক্ষোভ দমনের লক্ষ্যেই আসরে নামান হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তৃণমূল মহাসচিবের বক্তব্য, ”এত বড় নির্বাচন, মিনি বিধানসভা। তাতে অনেকেই দাঁড়াতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তার ভিত্তিতে কর্মীদের উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। কিন্তু দলের তরফে প্রার্থী একজনকেই হতে হয়। আরও জানান, সংশোধিত তালিকা জেলা সভাপতিদের পাঠানো হয়েছে। সেটাই চূড়ান্ত।

এদিন জেলায় জেলায় নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি দুর করে সমন্বয় বজায় রাখার জন্য আলাদা করে কো-অর্ডিনেটর এর তালিকা প্রকাশ করেন।

হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের কো-অর্ডিনেটর পুলক রায়
উত্তর ২৪ পরগনার কো-অর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক
দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটর শুভাশিস চক্রবর্তী
পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর মানস ভুঁইঞা
মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কো-অর্ডিনেটর ফিরহাদ হাকিম
কোচবিহারের কো-অর্ডিনেটর সুব্রত বক্সি
দার্জিলিংয়েরর কো-অর্ডিনেটর গৌতম দেব
জলপাইগুড়ির কো-অর্ডিনেটর সৌরভ চক্রবর্তী
আলিপুরদুয়ারের কো-অর্ডিনেটর চন্দ্রিমা ভট্টাচার্য

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.