মঙ্গলবার কমল জল ছাড়ার পরিমাণ, ড্রেজিং নিয়েও ভাবছে কেন্দ্র, তৃণমূলের দাবি শুনে জানাল ডিভিসি

দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-কে সরাসরি দায়ী করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার মাইথনের ডিভিসি মুখ্য কার্যালয়ে গিয়ে ডেপুটেশন জমা দেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক

তৃণমূল প্রতিনিধিদলের অভিযোগ, ডিভিসি দীর্ঘদিন ধরে ড্রেজিং না করায় এবং রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় দক্ষিণবঙ্গ বারবার বন্যার কবলে পড়ছে। মলয় ঘটকের দাবি, “ডিভিসি যে ড্রেজিং করেনি, সেটা তারা মেনে নিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রমাণিত—এটা ম্যান-মেড বন্যা।”

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় বলেন, “এ বার থেকে ডিভিসি-র ছাড়া জলে যদি কেউ মারা যায় বা ক্ষতি হয়, ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকেই।”

তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দুর্গতদের পাশে দাঁড়ানো হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কৃষকদের বিমা করানো হয়েছে। এবার ডিভিসির অবহেলার কারণে জলছাড়ে প্রাণহানি হলে তার দায় সংস্থাকেই নিতে হবে।

অন্যদিকে, ডিভিসির এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর সুমনপ্রসাদ সিংহ জানান, জল ছাড়ার আগে সব দফতরকে আগাম জানানো হয়। তিনি বলেন, “ডিভিসি সেন্ট্রাল ওয়াটার কমিশনের পরামর্শে জল ছাড়ে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের আধিকারিকরা থাকেন। নিয়ম মেনে ইমেল, ফোন ও মেসেজে আগাম জানানো হয়।”

তাঁর দাবি, জল ছাড়ার পরিমাণও নির্ধারিত প্রোটোকল অনুযায়ী, এবং এই মৌসুমে ৭০ হাজার কিউসেকের বেশি জল কখনও ছাড়েনি ডিভিসি।

ড্রেজিং না হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে সুমনপ্রসাদ বলেন, “বাঁধ ড্রেজিংয়ের জন্য কেন্দ্রীয় পর্যায়ে নীতিমালা তৈরি হচ্ছে। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।” তবে তিনি এও জানান, “ড্রেজিং না করার জন্য বন্যা হয়নি।”

রাজ্য–কেন্দ্রীয় এই দ্বৈরথের মাঝেই মঙ্গলবার সকালে জলছাড়া কমিয়েছে ডিভিসি।

  • সকাল সাড়ে ৭টা থেকে মোট ৩৫ হাজার কিউসেক জল ছাড়ে সংস্থা।
  • মাইথন জলাধার থেকে ১২ হাজার কিউসেক,
  • পাঞ্চেত জলাধার থেকে ২৩ হাজার কিউসেক জল ছাড়া হয়।

মলয় ঘটক বলেন, “ড্রেজিং না হওয়ায় দক্ষিণবঙ্গ বারবার বন্যায় ভাসছে। ভবিষ্যতে রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছাড়লে আমরা আবারও ডেপুটেশন দেব। প্রয়োজনে ঘেরাও কর্মসূচিও হবে।”

Related posts

উত্তরবঙ্গ আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে মমতা, ত্রাণশিবিররে ক্ষতিগ্রস্তদের দিলেন ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস

উত্তরবঙ্গে বৃষ্টি থেমে রোদ্দুর, এবার বর্ষা বিদায়ের পথে বাংলা

ধসের ধাক্কায় দার্জিলিংয়ে টয় ট্রেন বন্ধ! পর্যটকদের জন্য চালু থাকছে শুধু জয়রাইড