প্রথম পাতা খবর ভোটারদের তথ্য সংগ্রহের অভিযোগে রাজ্য জুড়ে সতর্কবার্তা তৃণমূলের

ভোটারদের তথ্য সংগ্রহের অভিযোগে রাজ্য জুড়ে সতর্কবার্তা তৃণমূলের

295 views
A+A-
Reset

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। এর মধ্যেই নতুন উদ্বেগে শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, কিছু ‘কুচক্রী’ চক্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের নাম, ফোন নম্বর-সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। বিনিময়ে দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন হলুদ, লঙ্কাগুঁড়ো, চাল-ডাল ইত্যাদি।

এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের সতর্ক করতে একটি বিশেষ সার্কুলার জারি করেছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের নাম করে লোকজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভোটারদের কাছ থেকে তথ্য নিচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে—এরা তৃণমূলের বুথ এবং অঞ্চল স্তরের নেতাদের কাছেও পৌঁছে যাচ্ছেন নানা অছিলায়।

জঙ্গলমহলের বিনাপুরে এমন একটি ঘটনার পরেই তৎপর হয় তৃণমূল। সার্কুলারে বলা হয়েছে, এদের গতিবিধির উপর কড়া নজর রাখুন, বুথকর্মীদের সঙ্গে মিটিং করে সবাইকে সতর্ক করুন এবং প্রয়োজনে পুলিশের কাছে এফআইআর করুন।

ইতিমধ্যে বাংলার একাধিক জেলায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে। এখন প্রশ্ন উঠছে—কারা এই তথ্যচক্রের পিছনে রয়েছে? বিরোধীরাই কি হারের আশঙ্কায় ভোটের আগেই শুরু করেছে ‘গোপন অভিযান’? রাজনৈতিক মহলে তীব্র চর্চা চলছে এ নিয়ে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.