Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
একাধিক কেন্দ্রে ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগ করলেন অভিষেক - NewsOnly24

একাধিক কেন্দ্রে ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগ করলেন অভিষেক

কলকাতা: ভোট গণনার আগে নেতাদের বড় নির্দেশ দিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক লোকসভা আসনকে চিহ্নিত করলেন তিনি। সেখানে গণনার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে।

সমস্ত লোকসভা আসনের প্রার্থী ও জেলা সভাপতি ও দলীয় নেতাদের নিয়ে রবিবার ভার্চুয়াল মাধ্য়মে বৈঠক করেন অভিষেক। গণনাকেন্দ্রে যাতে শেষ পর্যন্ত এজেন্টরা থাকেন সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

একাধিক লোকসভা আসনে পর্যবেক্ষক ঠিক করেছেন অভিষেক। তাঁরা গণনার সময় সংশ্লিষ্ট কেন্দ্রে থাকবেন। সেখানে গণনার নানা দিক সম্পর্কে খোঁজ নেবেন তাঁরা। সোমবার রাতের মধ্য়েই গণনা সংক্রান্ত সমস্ত প্রস্তুতির কাজ শেষ করে ফেলার জন্য বলা হয়েছে। সেই মতো রিপোর্ট পাঠাতে হবে দলকে। ওই পর্যবেক্ষকদের সোমবারই চলে যেতে হবে সংশ্লিষ্ট জেলায়।

তৃণমূল সূত্রে খবর, আরামবাগের গণনার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে শান্তনু সেনকে। রাজীব বন্দ্যোপাধ্যায় দেখবেন তমলুকের গণনা। উলুবেড়িয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী পুলক রায়কে। মেদিনীপুরের দায়িত্বে পাঠানো হয়েছে জয়প্রকাশ মজুমদারকে। ঘাটালের জন্য জোড়া দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া এবং পিংলার বিধায়ক অজিত মাইতিকে। ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে হুগলি লোকসভার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে সব আসন গত বার জিতেছিল, এবং তৃণমূলের জেতা যে সব আসনে ব্যবধান কম ছিল, সেগুলিতেই গণনার জন্য পৃথক ভাবে পর্যবেক্ষক নিয়োগ করেছেন অভিষেক। যা রাজনৈতিক ভাবে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকে।

Related posts

মুকুল রায়ের বিধায়কপদ খারিজে অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টের রায়ে আপাত বিরতি সুপ্রিম কোর্টের

বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে বাংলার শ্রমিক খুনের অভিযোগ, বেলডাঙায় রেল-সড়ক অবরোধ

দক্ষিণবঙ্গেই শীতের দাপট, কলকাতায় নামল পারদ; ঘন কুয়াশার সতর্কতা