‘ইডি, সিবিআই গদ্দারকে গ্রেফতার করবে’, নন্দীগ্রামে বিস্ফোরক অভিষেক

বৃহস্পতিবার নবজোয়ার যাত্রা নিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা হেঁটে জনসংযোগ শুরু করেন। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ নন্দীগ্রাম পৌঁছে বক্তৃতা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, ‘‘প্রতি মাসে বলে ভাইপো উঠবে। গ্রেফতার হবে। আরে আমার শরীরে বেইমানের রক্ত নেই। আমার গলা কাটলেও ‘জয় বাংলা’ স্লোগান বেরোবে। ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুক ইডি-সিবিআই।’’

অভিষেকের হুঁশিয়ারি, “এই যে বলছে না ইডি দিয়ে তুলিয়ে দেব, সিবিআই দিয়ে তুলিয়ে দেব। বিজেপির মেয়াদ আর এক বছর। এই সিবিআই আর ইডি গদ্দারকে গ্রেফতার করবে। ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খালি বেইমানি। আর মুখে হতাশার ছাপ স্পষ্ট। আপনারা নিশ্চিন্তে থাকুন। বাড়ি থেকে বের হতে পারবে না।”

অভিষেকের সংযোজন, ‘‘এত রাতে এত মানুষ আমাকে দেখতে আসেননি। আসলে নন্দীগ্রামের মাটি থেকে গদ্দারকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন মানুষ।’’

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?