Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
 'ইডি, সিবিআই গদ্দারকে গ্রেফতার করবে', নন্দীগ্রামে বিস্ফোরক অভিষেক - NewsOnly24

 ‘ইডি, সিবিআই গদ্দারকে গ্রেফতার করবে’, নন্দীগ্রামে বিস্ফোরক অভিষেক

বৃহস্পতিবার নবজোয়ার যাত্রা নিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা হেঁটে জনসংযোগ শুরু করেন। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ নন্দীগ্রাম পৌঁছে বক্তৃতা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, ‘‘প্রতি মাসে বলে ভাইপো উঠবে। গ্রেফতার হবে। আরে আমার শরীরে বেইমানের রক্ত নেই। আমার গলা কাটলেও ‘জয় বাংলা’ স্লোগান বেরোবে। ক্ষমতা থাকলে আমায় গ্রেফতার করুক ইডি-সিবিআই।’’

অভিষেকের হুঁশিয়ারি, “এই যে বলছে না ইডি দিয়ে তুলিয়ে দেব, সিবিআই দিয়ে তুলিয়ে দেব। বিজেপির মেয়াদ আর এক বছর। এই সিবিআই আর ইডি গদ্দারকে গ্রেফতার করবে। ওর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খালি বেইমানি। আর মুখে হতাশার ছাপ স্পষ্ট। আপনারা নিশ্চিন্তে থাকুন। বাড়ি থেকে বের হতে পারবে না।”

অভিষেকের সংযোজন, ‘‘এত রাতে এত মানুষ আমাকে দেখতে আসেননি। আসলে নন্দীগ্রামের মাটি থেকে গদ্দারকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন মানুষ।’’

Related posts

যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালত চত্বরে তীব্র উত্তেজনা

রেশন বরাদ্দে বদল: জানুয়ারি থেকে চাল কমে গম বাড়ছে, কেন্দ্রের সিদ্ধান্তে উদ্বেগ রাজ্যে

প্রতীক্ষার অবসান: আগামী সপ্তাহ থেকে বিমানবন্দর–শহিদ ক্ষুদিরাম সরাসরি মেট্রো পরিষেবা