নৈহাটি: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নৈহাটি আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে যেতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ।
নৈহাটির অরবিন্দ রোডের কাছে বড়মা কালী মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে হওয়া অনুষ্ঠানে যে অভিষেক আসতে পারেন, এমন খবর আগেই জানা গিয়েছিল।নতুন মন্দিরের উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন বলে জানা যায়। কিন্তু কোনও কারণে সেই অনুষ্ঠানে যেতে পারেননি তৃণমূল নেতা। মন্দিরের উদ্বোধনের আগে একটি শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলেন তিনি। তার মধ্যেই জানা গেল, মঙ্গলবার মন্দির পরিদর্শন এবং পুজো দিতে নৈহাটি যেতে পারেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়মার কাছে আসার খবর নিশ্চিত করেছেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে আসবেন। বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে তিনি এখানে আসবেন বলেই আমরা জানতে পেরেছি। তবে উনি নিশ্চিতভাবে কাল আসছেন।’
যদিও বড়মা মন্দির কমিটির তরফে এখনও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ডায়মন্ডহারবারের সাংসদের সফর ঘিরে জেলা প্রশাসনের অন্দরে শুরু হয়েছে তৎপরতা। ফেসবুকে এই পোস্টও করেছেন অভিষেক।