পাখির চোখ বিধানসভা নির্বাচন, নতুন বছরে ফের ত্রিপুরা অভিযানে অভিষেক

এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনকেও পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। নতুন বছরের শুরুতেই ফের একবার ত্রিপুরার উদ্দেশে রওনা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। একইসঙ্গে ওই সময় ত্রিপুরয়া আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িতেও যাওয়ার কর্মসূচী রাখা হয়েছে অভিষেকের জন্য় বলে জানা গিয়েছে।

ত্রিপুরয়া পুর নির্বাচনের সময় যে সব তৃণমূল নেতা-কর্মী –সমর্থকরা আক্রান্ত হয়ে ছিলেন তাদের পাশে দাঁড়িয়ে সেখানকার তৃণমূল সমর্থকদের বার্তা দিতে চান তৃণমূলের এই সেকেন্ড ইন কম্য়ান্ড বলে জানা গিয়েছে। এই সব কর্মসূচির পাশাপাশি ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়েও বিশেষ বৈঠক করবেন বলেও জানিয়েছেন ত্রিপুরায় ভারপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়।

ত্রিপুরার পুরভোটে সন্ত্রাস নিয়ে আগেও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, পুরভোটে চূড়ান্ত দূর্নীতি করেছে বিজেপি। এমনকি ভোটের দিনেও আক্রান্ত হয় তৃণমূল কর্মী সমর্থকরা। ত্রিপুরা পুলিশও সেদিন মোটেও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। তৃণমূল কর্মীদের নামে একাধিক মিথ্য়া মামলা হয় বলেও অভিযোগ।

সামনেই রয়েছে ত্রিপুরা বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের তরফে ঠিক কোন পথে এগোন হবে, সেই রণকৌশল চূড়ান্ত করে ফেলতে চাইছেন অভিষেক। ধরেই নেওয়া হচ্ছে ত্রিপুরার পুর নির্বাচনের মতন করে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও ব্য়াপক সন্ত্রাসের রাস্তা গ্রহন করবে সেখানকার শাসকদল বিজেপি। তাই এখন থেকেই বিজেপির সেই আগ্রাসন কিভাবে মোকাবিলা করা হবে, সেই পরিকল্পনা সেরে ফেলতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই সব কিছুর থেকে একটা বিষয় পরিস্কার, বাংলার বাইরে তৃণমূলের বিস্তার ঘটানোর জন্য় একদিকে যেমন গোয়াকে টার্গেট করেছে দল, তেমনি অপরদিকে ত্রিপুরাও তৃণমূলের কাছে অন্য়তম লক্ষ্য়।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে