পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া

কলকাতা: মঙ্গলবার (১১ জুলাই, ২০১৩) সকালে শুরু হয় পঞ্চায়েতের ভোটগণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত দিয়ে শুরু হয়ে শেষ হবে জেলা পরিষদে। গ্রাম পঞ্চায়েতে ফলাফল দেখেই প্রথম প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ একাধিক টুইট করন অভিষেক। একটি টুইটে লেখেন, ‘‘মূলস্রোতের সংবাদ মাধ্যমের বন্ধুদের দুঃখের সামনে নিশ্চয়ই বিজেপি, সিপিএম, কংগ্রেসের সম্মিলিত হতাশাও ফিকে হয়ে গিয়েছে। এমনকি, বাংলার তৃণমূল সরকারকে নিয়ে দূষিত মনোভাবের ভিত্তিহীন প্রচারও ভোটারদের ভুল বোঝাতে পারেনি।’’

আরেকটি টুইটে অভিষেক আরও দাবি করেছেন, ‘‘‘নো ভোট টু মমতা’কে ‘নাও ভোট ফর মমতা’য় পরিণত করার জন্য মানুষের কাছে কৃতজ্ঞ।’’

তিনি আরও লিখেছেন, ‘‘তৃণমূলে নবজোয়ারের প্রতি অটুট সমর্থনের জোরে আমরা নিশ্চিত ভাবেই বিরাট জয়ের পথে এগোচ্ছি। যা লোকসভার পথ প্রস্তুত করবে। বাংলা, এই ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ।’’

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?