ভোটের আগেই তপ্ত জয়নগর, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, বোমা

কলকাতা: মঙ্গলবার রাতে জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালানো চালানোর অভিযোগ। আহত ওই পঞ্চায়েত সদস্যের নাম তপন মণ্ডল। ঘটনাটি ঘটেছে জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানীতে। এই ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলছে তৃণমূল। তবে, বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, মঙ্গলবার রাতে ভোটার স্লিপ নিয়ে বাড়ির কাছেই একটি ডেকরেটরের দোকানে বসে কাজ করছিল জয়নগর-২ নম্বর ব্লকের বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের গড়দেওয়ানি গ্রামের তৃণমূল কংগ্রেসের সদস্য তপন মণ্ডল- সহ আরও দু-তিনজন। গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েত সদস্যকে লক্ষ করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী।

অভিযোগ, আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে তপন মণ্ডলকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে কিন্তু গুলি লাগেনি, এরপরে তপন দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয়।আর বোমায় জখম হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তপন। এরপরে দুষ্কৃতীরা পালিয়ে যায় রাতের অন্ধকারে।

তার পরে স্থানীয়রা এসে আহত তপনকে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলছে তাঁর।বুধবার সকালে অস্তপ্রচার করা হয় তপনের। আর এদিন রাতের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বকুলতলা থানার ওসি প্রদীপ রায়-সহ পুলিশের টিম।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ দিকে জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসের খান জিয়াউল হক ও গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহাবুদ্দিন সেখ এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ঘাড়ে চাপিয়েছেন। তাঁরা বলেন,বিজেপি নিজেদের পরাজয় বুঝতে পেরে এবং এলাকায় গন্ডগোল পাকাতে এই খুনের চেষ্টা করেছে।

তবে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বিজেপির জয়নগর ৫ নম্বর মণ্ডল সভাপতি বাটুল মণ্ডল বলেন, “ওই অঞ্চলে আমাদের কোনো সংগঠন নেই। তাই আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছে ওরা। এর সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত নেই।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন