শুভেন্দুর গ্রেফতার চাই, দিলীপের বক্তব্য সামনে রেখে দাবি কুণালের

শুভেন্দুকে গ্রেফতারির দাবি কুণালের। প্রতীকী ছবি

কলকাতা: আসানসোল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পরে পদপিষ্টের ঘটনা নিয়ে এ বার সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, “আমরা শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই”।

কুণাল বলেন, ‘‘দিলীপ ঘোষ বলেছেন পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রয়োজন ছিল। তাতেই স্পষ্ট যে, ওখানে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তাই আমরা দাবি করছি, শুভেন্দু অধিকারী-সহ ওই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর করা উচিত।’’

তিনি আরও বলেন, ‘‘কম্বল দেওয়ার নাম করে এতগুলো লোককে ডেকে আনা হয়েছে। অথচ কোনও প্রস্তুতি ছিল না। দিলীপবাবু তো ঠিক কথাই বলেছেন। শুধু পুলিশের ওপর নির্ভর করেই তো আর এ সব করা যায় না। দোষ যে শুভেন্দুদের, দিলীপ ঘোষ তো নিজেই বলে দিয়েছেন।…আসলে ওনারা ছবি তুলে চলে যেতে চেয়েছিলেন। শুভেন্দু অধিকারী আইনশৃঙ্খলা পৈতৃক সম্পত্তি ভেবেছেন। পুলিশ মানছেন না’’।

পাশাপাশি কুণালের দাবি, “আসানসোল পুলিশ কমিশনার বলেছেন, অনুমতি ছাড়া অনুষ্ঠান করা হয়েছে। এর পর দেখা গেল, চৈতালি তিওয়ারি চিঠি দিয়েছেন থানাকে, সেটা দেখানো হচ্ছে। সেখানে লেখা আছে কনটেন্ট নট ভেরিফায়েড। দুটোর ফারাক আছে। পুলিশ ওনাদের কাছে এস্টিমেট চেয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি। কোনও যোগাযোগ তাঁরা করেননি। পুলিশ ছিল কারণ শুভেন্দু অধিকারী নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি। এর সঙ্গে অনুষ্ঠানের সম্পর্ক নেই।”

কী বলেছিলেন দিলীপ ঘোষ? পড়ুন এখানে: আসানসোল কাণ্ডে শুভেন্দুকে নিশানা দিলীপের

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক