কলকাতা: হঠাৎ করে দিল্লিযাত্রা! তা নিয়ে কম চর্চা হয়নি। ১২ দিন পর কলকাতায় ফিরেছেন মুকুল রায়। শহরে ফিরে মুকুলের দাবি, ‘ব্যাক্তিগত কাজে দিল্লি গিয়েছিলাম, প্রয়োজনে আবারও যাব’।
শনিবার কলকাতা বিমানবন্দরে আসার পর মুকুলের কাছে জানতে চাওয়া হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে কি না। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কারও সঙ্গে দেখা করতে যাইনি। তবে সবার সঙ্গেই কথাবার্তা হয়েছে।’ তা হলে কি আগামীতে তিনি আবার দিল্লি যাবেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘দরকার হলেই যাব। যে কোনো দিন যাব।’
২০২১ সালের মে মাসে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতেন মুকুল। কিন্তু ২১ জুন পুত্র শুভ্রাংশুর সঙ্গে তৃণমূল ভবনে গিয়ে ফের পুরনো দলে যোগ দেন। সে সব অবশ্য এখন অতীত। এ দিন মুকুল জানিয়েছেন, ‘বিজেপিতেই আছি, ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছিলাম।’
গত ১৭ এপ্রিল দিল্লি গিয়েছিলেন মুকুল। এ দিন বিমানবন্দর থেকে সোজা বিধাননগরের বাড়িতে যান তিনি। পরে পুত্রর কাছে কাঁচরাপাড়ার বাড়িতে ফিরে যান, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।