জয়নগরের পর আমডাঙা! তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন

আমডাঙা: মাঝখানে মাত্র ২ দিন। সোমবার জয়নগর, বৃহস্পতিবার আমডাঙা। জয়নগরের ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার আমডাঙায় আরও এক তৃণমূল নেতা খুন। বৃহস্পতিবার আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন।

বৃহস্পতিবার সন্ধ্যাবেলা কামদেবপুর হাটে ছিলেন রূপচাঁদ। আচমকা সেই সময় তাঁর কাছে একটা ফোন আসে। ফোন পাওয়া মাত্রই তিনি রাস্তা পার হতে যান। অভিযোগ, সেই সময় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়েন। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ফোন আসে ওই পঞ্চায়েত প্রধানের কাছে। এরপর যখন হাট থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন, তখনই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। স্থানীয়রাই দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বারাসতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিরোধীদের দাবি, শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই পঞ্চায়েত প্রধানের উপর হামলা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, আমডাঙায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কে বা কারা বোমা ছুড়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বোঝার চেষ্টা হচ্ছে, এই ঘটনার পিছনে কারা রয়েছেন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে