Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মন্দারমণির হোটেলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ, স্ত্রীর অভিযোগ 'খুন' - NewsOnly24

মন্দারমণির হোটেলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ, স্ত্রীর অভিযোগ ‘খুন’

মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসারের। শনিবার সকালে হোটেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর বান্ধবী। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

মৃত আবুলের স্ত্রী একজন পঞ্চায়েত উপপ্রধান। তিনি দাবি করেছেন, আত্মহত্যা নয়, খুন। তাঁর পরিবারের সদস্যদের মতে, আবুল আত্মহত্যা করতে পারেন না। পরিবারের বক্তব্য অনুযায়ী, তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তাঁর এই রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা।

মন্দারমণি কোস্টাল থানার পুলিশ জানিয়েছে, সম্পর্কজনিত জটিলতার কারণে এই ঘটনা ঘটতে পারে। তৃণমূল নেতার বান্ধবী অন্য এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যা থেকে মনোমালিন্যের সূত্রপাত হয়। তবে নিশ্চিত হওয়ার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় রাজনৈতিক রং নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতা আনিসুর রহমান। তিনি বলেন, “এটা দলের জন্য বড় ক্ষতি। আমরা পুলিশের তদন্তের উপর আস্থা রাখছি।”

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও, সব দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

Related posts

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?

বইমেলায় মেট্রোর বাড়তি সুবিধা, মেলার গেটেই মিলবে টিকিট

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের