বীরভূমের রামপুরহাট অগ্নিকাণ্ড নিয়ে এবার পার্থ চট্টোপাধ্যায়ের মুখেও উঠে এল চক্রান্তের কথা। এদিন বিধানসভায় তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ করতেই রামপুরহাটের ঘটনা ঘটানো হয়েছে।”
বিধানসভায় আধিবেশন চলাকালিন সরকারি বিবৃতি পেশের পর এমনই দাবি করেন পরিষদীও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের উন্নয়নের জোয়ারকে স্তব্ধ করতে চাইছে রাজ্যের বিরোধী দল।
রামপুর হাটের ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা বার বার রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে বলেও কার্যত ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী। তাছাড়া রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই প্রসঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের শান্তি বিঘ্নিত করতেই আসতে চলেছে এই প্রতিনিধি দল।রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে যে ভাবে উত্ত্যপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি, তার উপর ভিত্তি করে আগামী দিনে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।