‘তদন্তে ১০০ শতাংশ সহযোগিতার চেষ্টা করব’, ইডি দফতরে পৌঁছে বললেন সায়নী ঘোষ

কলকাতা: শুক্রবার সাড়ে ১১টার মধ্যে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। এ দিন প্রায় নির্ধারিত সময়ের মধ্যেই সেখানে পৌঁছন তিনি।

১১টা ২০ মিনিটের কিছু সময় পরই সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সামনে তৃণমূল যুবনেত্রীর কালো রঙের গাড়ি এসে থামে। সেখান থেকে নামেন সায়নী। ইডি দফতরে হাজিরা দিতে এলে তাঁকে একাধিক নথি আনার নির্দেশ দেওয়া হয়েছিল। সেসব নথি সঙ্গে এনেছেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব তিনি দেননি।

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসে সায়নী বলেন, “আমি ভোট প্রচারে ছিলাম। ৪৮ ঘণ্টার নোটিসে আমাকে ডাকা হয়েছে। আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছি এবং আমি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতার চেষ্টা করব।”

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট নিয়ে ইদানীং ব্যস্ত রয়েছেন যুব তৃণমূল সভানেত্রী। ইডি নোটিশের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সায়নী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বুধবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পূর্ব বর্ধমানের জামালপুরে সায়নীর যাওয়ার কথা ছিল, যদিও তিনি যাননি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন