অশোকনগরে খুন তৃণমূলের উপপ্রধান, ঘরের ভিতরে চলল গুলি! 

কলকাতা: অশোকনগরে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বিজন দাস। রবিবার রাতে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে দলের এক কর্মীর বাড়িতে বিজন দাসের নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়ার পর শুয়েছিলেন তিনি। অভিযোগ, সেসময় গৌতম দাস নামে স্থানীয় জমি ব্যবসায়ী সহ কয়েকজনের সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে বচসা বাঁধে। তর্কাতর্কির মধ্যেই আচমকা খুব কাছ থেকে বিজনবাবুকে গুলি করে এক দুষ্কৃতী। তাঁর মাথা ও কানে পর পর দুটি গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় অশোকনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “বিজনের মৃত্যুতে দলের অনেক বড় ক্ষতি হল। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজন পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকেই দলের অভ্যন্তরে নানা স্তরে গোষ্ঠীকোন্দল দানা বেঁধেছিল। তবে রাজনৈতিক কারণে এই খুন কি না, তা স্পষ্ট নয়।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস