ভোট প্রচারে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির মৃত্যুর পর শুক্রবার নবগ্রাম এলাকা থমথমে। ঘটনার প্রতিবাদে নবগ্রামে শুক্রবার বন্ধের ডাক দিয়েছে তৃণমূল।
বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রামের হজ বিবি ডাঙা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি সাহেবনগরের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে নবগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় বিরোধী অর্থাৎ বাম, কংগ্রেস ও বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। এই ঘটনার জেরে শুক্রবার নবগ্রামে বনধের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনধে সাড়া দেবে।