151
ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের আহ্বানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের ভান্ডারগাছায়।
সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মন্ডল খাঁ, শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাজি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়, হাওড়া জেলা পরিষদের সহ-সভাপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আরও পড়ুন : মার্চের গোড়ায় মোদীর ব্রিগেড, নমোর হাতেই পরিবর্তনযাত্রার সমাপ্তি
এদিন, বৈশাখী চট্টোপাধ্যায়কে ‘অসতি’, ‘ঘরভাঙানি’ বলে বেনজির আক্রমণ করেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল খাঁ। তিনি বিজেপিকে ‘গুটখা কালচার’ বলে কটাক্ষ করেন।