ভোটের আবহে আরেক বড়সড় অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, নির্বাচন কমিশনে তৃণমূল

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল রাজ্যের শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, নিজের সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন রাজ্যপাল।

বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয়ে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন রাজ্যপালের বিরুদ্ধে। নিজেদের অভিযোগের প্রমাণ হিসেবে তিনটি ছবি জমা করেছে তৃণমূল। যে ছবিতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির প্রতীক পদ্ম-এর ছবি সমেত উত্তরীয় ছিল সিভি আনন্দ বোসের গলায়।

শুধু তাই নয়, একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যপালের নাক গলানোর অভিযোগও করেছে তৃণমূল। ডেরেকের দাবি, নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও বাংলার মানুষের স্বার্থে অভিযোগ জানানোর জন্য একটি আলাদা পোর্টাল খুলেছেন বোস। নাম দিয়েছেন ‘লোগ সভা পোর্টাল’। লোকসভা ভোটে বিজেপির প্রচার চালানো এবং বাংলায় একটি নিজস্ব নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার অভিযোগে বোসের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছে তৃণমূল।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?