বুকে সংক্রমণ, হাসপাতালে চিকিৎসাধীন বিধায়ক দেবাশিস কুমার

গুরুতর অসুস্থ রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। বুকে সংক্রমণ নিয়ে শুক্রবার হাসপাতালে ভরতি হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন দেবাশিস কুমার। বুকে ‘প্যাচ’ ধরা পড়েছে। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টার বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, শুক্রবারের তুলনায় শনিবার অনেকটাই স্থিতিশীল তাঁর শারিরীক অবস্থা।

উল্লেখ্য, ১৮ মার্চ দোল উৎসব উপলক্ষ্যে শান্তিনিকেতন গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। সেখানে সেদিনই সর্দি-কাশি ও জ্বর অনুভব করেন তিনি। এমনকি কলকাতায় ফিরে এসেও তা সারেনি। গত রবিবার তাঁর জ্বর আরও বাড়ে। সেই কারণে পরিবার তাঁকে করোনা পরীক্ষার পরামর্শ দেয়। সেই মতো কোভিড টেস্টও করান তিনি। যদিও করোনা পরীক্ষার রিপোর্ট তাঁর নেগেটিভ আসে।

তবে এরপরও জ্বর কিছুতেই কমছিল না তাঁর। তাই চিকিৎসকরা শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভরতি হয়ে চিকিৎসার পরামর্শ দেন। এরপরই কোনও ঝুঁকি না নিয়ে শুক্রবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন দেবাশিস কুমার।

চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত সংক্রমণের জন্য তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ওষুধে ওই সংক্রমণ কমছে কি না, তা দেখা হবে। ওষুধের প্রভাব ইতিবাচক না হলে বিধায়কের চিকিৎসায় অন্য কোনও পন্থা অবলম্বন করতে হবে কি না, তার সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণের কারণে হাসপাতালে তাঁর কেবিনে প্রবেশের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফোনে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন