এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে মুর্শিদাবাদের কান্দির আন্দিতে তাঁর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, তদন্তকারীদের দেখে তিনি পালানোর চেষ্টা করেছিলেন। এমনকি মোবাইল ফোন বাড়ির পিছনের ঝোপে ফেলে দেওয়ার চেষ্টাও করেন।
সূত্রের খবর, সোমবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। মুর্শিদাবাদে জীবনকৃষ্ণ সাহার বাড়ি ছাড়াও তাঁদের দল গিয়েছে রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতে। পাশাপাশি, আন্দি মহীষ গ্রামের এক ব্যাঙ্ককর্মীর বাড়িতেও তল্লাশি চলছে। অন্যদিকে, বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল কাউন্সিলর ও জীবনকৃষ্ণের আত্মীয়া মায়া সাহার বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে।
এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময়ও অভিযোগ ওঠে, কেন্দ্রীয় আধিকারিকদের দেখে তিনি দুইটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলেছিলেন। পরে ডুবুরি নামিয়ে পুকুর খুঁড়ে মোবাইল উদ্ধার করা হলেও সেগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। ওই ঘটনায় দীর্ঘ ১৩ মাস জেলে কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান।
আদালত থেকে জামিনের সময় তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ইডির দাবি, সোমবারও জীবনকৃষ্ণ তদন্তে অসহযোগিতা করেছেন। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।