পঞ্চায়েত প্রধানের স্কুটারে আগুন ধরালেন বিধায়ক!

তৃণমূল বিধায়ক প্রকাশ্যে সর্বসমক্ষে একটি স্কুটারে আগুন ধরিয়ে দিচ্ছেন। আর খোদ বিধায়ককে এমন কাজ করতে দেখে হই হই করে ছুটে এসে সেই স্কুটার নিধন যজ্ঞে আহুতি দিতে দেখা গেল স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদেরকেও। এই ঘটনা হাওড়ার ডোমজুড়ের। জানা গিয়েছে যে স্কুটারটিতে অগ্নিসংযোগ করা হয়, সেটি ছিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্কুটার। তবে এটা কোনও অশান্তি, বিবাদ বা গোষ্ঠী কোন্দলের ঘটনা নয়, এটা আসলে জ্বালানির অগ্নিমুল্যের একটা অভিনব প্রতিবাদ মাত্র।

জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য বারবার নানাভাবে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আর এই প্রতিবাদের পথে বিভিন্ন সময়ে বিভিন্ন পন্থায় সামিল হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদের ক্ষেত্রে কখনও রাস্তায় উনুন ধরিয়ে রান্না করতেও দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের। এবার সেই প্রতিবাদেই যোগ হল নতুন মাত্রা। অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন হাওড়ার ডোমজুড় কেন্দ্রের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। নিজের বিধানসভা কেন্দ্রের জগদীশপুরে করলেন এই অভিনব প্রতিবাদ।

দেশজুড়ে পেট্রোল, ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদের অঙ্গ হিসেবে আস্ত একটা স্কুটারকেই জ্বালিয়ে দিলেন তিনি। অবশ্যই বলির পাঁঠার মতো করেই পুড়িয়ে ফেলার আগে স্কুটারটিকে পরানো হয়েছিল ফুলের মালা। এরপর স্কুটার পোড়ানোর সেই ছবি নিজের ফেসবুকে শেয়ারও করেন এই তৃণমূল বিধায়ক।

এই প্রসঙ্গে ডোমজুড়ের বিধায়ক বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির জন্য গোটা দেশের মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত হয়ে উঠেছে। পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির জন্য সব জিনিসেরই দাম বাড়ছে। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছে। মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে হাওড়াতেও আমরা এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্ছি।’

কিন্তু জ্বালিয়ে দেওয়া ওই স্কুটারের প্রকৃত মালিকের খোঁজ করলে বিধায়ক বলেন, ‘স্কুটারটি স্থানীয় জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্কুটার। পেট্রোলের এই অগ্নিমূল্যের জন্য লোকের আর পেট্রোল কেনার সামর্থ্য নেই। তাই প্রতিকী প্রতিবাদ হিসেবেই স্কুটারটি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পোড়া স্কুটারের ছাই জলে বিসর্জন দেওয়া হয়েছে।’ বিধায়ক নিজে আগে স্কুটারে অগ্নিসংযোগ করেন। এরপর অন্য তৃণমূল নেতাকর্মীরাও আগুন লাগান। পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধিতে লাগাম না পড়লে ভবিষ্যতে এমনই আরও অনেক আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে