প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা। বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৫ বছর। নদিয়ার তেহট্ট কেন্দ্রের বর্তমান বিধায়ক ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন তাপসবাবু। প্রথমে তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ সেখানেই মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তাপস সাহা। ২০০৬ সালে পলাশিপাড়া থেকে প্রথম তৃণমূলের টিকিটে ভোটে লড়েন, তবে পরাজিত হন। ২০১১ সালে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০১৬ ও ২০২১ সালে তেহট্ট কেন্দ্র থেকে পরপর দু’বার জয়ী হন তিনি।

তবে গত বছর নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর নাম জড়ায়। সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালায়। যদিও তিনি বার বার নিজের নির্দোষত্বের কথা বলেছেন। রাজনৈতিক জীবনে স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন তাপস সাহা। দলের অভ্যন্তরে মতানৈক্য হলেও তা খোলাখুলিভাবে প্রকাশ করতে দ্বিধা করতেন না তিনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন