Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’— নির্বাচনের আগে লড়াইয়ের নতুন স্লোগান তৃণমূলের, প্রচারের দায়িত্বে অভিষেক - NewsOnly24

‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’— নির্বাচনের আগে লড়াইয়ের নতুন স্লোগান তৃণমূলের, প্রচারের দায়িত্বে অভিষেক

বঙ্গ বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই নতুন রাজনৈতিক বার্তা সামনে আনল তৃণমূল কংগ্রেস। দলের অফিশিয়াল সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে নতুন স্লোগান— “যতই করো হামলা, আবার জিতবে বাংলা।” একই সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি লোগো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে। পুরো প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই এবং বাংলার মানুষের পক্ষ থেকে জবাবদিহির বার্তা।

তৃণমূল নেতৃত্বের দাবি, এই স্লোগান শুধু রাজনৈতিক উত্তেজনা বা আবেগ তৈরির জন্য নয়, বরং ২০২৬ সালের ভোটে বিজেপির বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রস্তুতির ঘোষণাও। দলের বক্তব্যে স্পষ্ট, বঙ্গরাজনীতিতে শাসকদলের অবস্থান রক্ষায় এই প্রচারই সামনে থেকে নেতৃত্ব দেবে। সমাজমাধ্যমে শাসকদলের বক্তব্য, যারা দীর্ঘদিন ধরে ভয়, শোষণ, হেনস্থা এবং রাজনৈতিক অত্যাচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এই লোগো এবং স্লোগান। তৃণমূলের দাবি, বিজেপি বাংলার স্বার্থবিরোধী শক্তি হিসেবে কাজ করছে এবং ২০২৬ সালে মানুষই তার জবাব দেবে।

এর আগে ২০২১ সালের নির্বাচনে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে সামনে রেখে বড় জয় পেয়েছিল তৃণমূল। সেই অভিজ্ঞতার পরেই আবারও পরিচয় রাজনীতিকে ঘিরে প্রচারে জোর দিচ্ছে দল। শাসকদলের দাবি, ঠিক যেমন ২০২১-এ বহিরাগত তত্ত্বকে সামনে রেখে ভোটাররা সাড়া দিয়েছিল, তেমনই এবারও বাংলা নিজের অবস্থান রক্ষা করবে।

এদিকে নতুন স্লোগান ঘোষণার পর থেকেই প্রচারের নেতৃত্বে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণা থেকে তাঁর সফরসূচি শুরু হবে। এরপর বীরভূম, রানাঘাট, কৃষ্ণনগরসহ রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচি গ্রহণ করা হবে। কলকাতাতেও প্রচার-সভা ও কর্মসূচির পরিকল্পনা রয়েছে। দলের বক্তব্য, নতুন বছর থেকেই প্রচারযুদ্ধ শুরু হয়ে গেল এবং ২৬-এর নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে রাস্তায় নামবে তৃণমূলের নেতৃত্ব।

Related posts

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাড় কাঁপুনি, ছ’ডিগ্রির ঘরে তাপমাত্রা

বহুতলে বুথে সবুজ সংকেত, কমিশন-বিজেপি সুরে ফের বিতর্ক

‘রাস্তাই আমাদের রাস্তা’,যাদবপুরের ৮বি থেকে হাজরা পর্যন্ত মিছিল মমতার, সঙ্গে দেব সোহম সহ একগুচ্ছ সেলেব্রিটি