লোকসভা ভোটের আগে তৃণমূলে সাংগঠনিক রদবদল, কোন জেলার দায়িত্বে কে?

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে দলের সংগঠনকে মজবুত করতে সাংগঠনিক কমিটির রদবদল তৃণমূল কংগ্রেসে। সোমবার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলার নতুন কমিটি থেকে বাদ পড়েছে অনেক গুরুত্বপূর্ণ নেতার নাম। তালিকায় আবার অনেক নতুন নামকে জায়গাও দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য রদবদলের মধ্যে বহরমপুরে সাংগঠনিক জেলা সভাপতি হলেন অপূর্ব সরকার। সেখানে আগে সভাপতি ছিলেন আবু তাহের খান। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় সভাপতি পদে সাংসদ খলিলুর রহমানকে রেখে দিলেও সাংগঠনিক জেলার দায়িত্বে জাকির হোসেন।

তমলুক সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে এলেন আশিস বন্দ্যোপাধ্যায়। কাঁথি সংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে পীযূষ কান্তি পণ্ডা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। বাঁকুড়ার সংগঠনেও বড়সড় রদবদল করেছে তৃণমূল। ওই জেলার সভাপতি পদ থেকে দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে।

বীরভূম জেলা সভাপতির পদ ফাঁকা রাখল তৃণমূল। অনুব্রত মণ্ডলের আসন ফাঁকা রাখল তৃণমূল কংগ্রেস। অন্য কাউকেই জেলা সভাপতির দায়িত্ব কাউকে দেওয়া হল না। জেলা চেয়ারপার্সনের দায়িত্বে এলেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের নতুন চেয়ারপার্সন গঙ্গাপ্রসাদ শর্মা। দার্জিলিং (পাহাড়) সাংগঠনিক জেলায় রাজ্যসভার প্রাক্তন সদস্য শান্তা ছেত্রীকে সভাপতি করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তপতী দত্তকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রত্না বিশ্বাসকে। বসিরহাট সাংগঠনিক জেলায় দুই পদে ওলটপালট করেছে তৃণমূল। সেখানে চেয়ারম্যান থেকে হাজি নুরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। ওই জেলার সভাপতি ছিলেন সরোজ বন্দ্যোপাধ্যায়। তাঁকে করা হয়েছে চেয়ারম্যান।

অন্য দিকে, কৃষ্ণনগরে সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে। দায়িত্ব পেয়েই মুখ খুলেছেন মহুয়া মৈত্র। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, ‘কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে নিযুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ। আমি সব সময় দল ও কৃষ্ণনগরের মানুষের জন্য কাজ করব।’

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে