Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কেন্দ্রীয় রাজনীতির নতুন ইস্যু নেতাজির হলোগ্রাম মূর্তি, ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস - NewsOnly24

কেন্দ্রীয় রাজনীতির নতুন ইস্যু নেতাজির হলোগ্রাম মূর্তি, ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস

মাত্র কয়েকদিন আগেই গত ২৩ জানুয়ারি দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি কেন নিষ্প্রদীপ? এবার এই প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেস এর সাংসদরা কয়েক দিন ধরেই ইন্ডিয়া গেটে নেতাজির নতুন হলোগ্রাম মূর্তি দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছিল। বুধবার লোকসভার অধিবেশনেও এই প্রসঙ্গ তোলে তৃণমূল কংগ্রেস।

এদিন লোকসভায় এই বিষয়টি তোলার পরেই সন্ধ্যায় ঘটনাটি খতিয়ে দেখতে ইন্ডিয়া গেটে উপস্থিত হয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল। এরপর সেখানে গিয়ে সত্যি সত্যিই নেতাজি মূর্তি নিষ্প্রদীপ দেখতে পেয়ে সেখানেই ধর্নায় বসে পড়েন তৃণমূল সাংসদরা।

যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কিছু জানানো হয় নি। তবে জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বন্ধ রয়েছে হলোগ্রাম মূর্তির প্রোজেক্টর। অভিযোগ, তার পর থেকেই নিষ্প্রদীপ অবস্থায় রয়েছে নেতাজির মূর্তি।

তৃণমূলের অভিযোগ, গ্রানাইট মূর্তি বানানোর নাম করে মানুষের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। অপরদিকে, সরকার এখনও এই ব্যাপারে কিছু না বললেও, বিজেপির তরফে বলা হয়েছে, কিছুদিনের মধ্যেই ওখানে নেতাজির গ্রানাইট এর মূর্তি বসবে। তখন আর এই অভিযোগের জায়গা থাকবে না। তবে যেমনটা আগেই ঘোষণা করা হয়েছিল, গ্রানাইট মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তিই বসানো থাকবে।

Related posts

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমছে, বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা জারি

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, যান চলাচলে বড় পরিবর্তন

নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বড় উপহার, শিলিগুড়ি থেকে দিঘা প্রথম ‘ভলভো স্লিপার’ বাস চালু