কলকাতা; বিআর অম্বেডকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে নামছে তৃণমূল। বিরোধী দলগুলির অভিযোগ, সংসদের সাম্প্রতিক বক্তৃতায় শাহ সংবিধান প্রণেতা অম্বেডকরকে অপমান করেছেন। এরই প্রতিক্রিয়ায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানিয়েছেন, প্রতিটি ব্লক এবং জেলা সদরে সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করা হবে। তিনি দলের কর্মীদের এ বিষয়ে সক্রিয় হতে বলেছেন।
তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও এই মন্তব্যের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। বিরোধীরা শাহের মন্তব্যকে অম্বেডকরের প্রতি অপমানজনক এবং অসংবেদনশীল বলে উল্লেখ করেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বিরোধী দলগুলির এই প্রতিবাদ কর্মসূচি অম্বেডকরের প্রতি শ্রদ্ধা এবং তাঁর অবদানকে সুরক্ষিত রাখার দাবিতে রাজনৈতিক ময়দানে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।