ওয়াকফ বিলের বিরোধিতায় ৩০ নভেম্বর রানি রাসমণি রোডে তৃণমূলের সমাবেশ

কলকাতা: ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ৩০ নভেম্বর, শনিবার, কলকাতার রানি রাসমণি রোডে বড় সমাবেশ করবে দলের সংখ্যালঘু সেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে। সভার নেতৃত্বে থাকবেন তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান এবং ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং অন্যান্য বিশিষ্ট নেতারা।

তৃণমূলের অভিযোগ, ওয়াকফ বিল আনার মাধ্যমে বিজেপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি অধিকার খর্ব করতে চাইছে এবং এর মাধ্যমে ধর্মীয় মেরুকরণ ঘটানোর ষড়যন্ত্র করছে। বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এই বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “সংখ্যালঘু সম্প্রদায়ের দেবত্তর সম্পত্তি নিয়ে আলোচনা না করে কেন্দ্র অন্যায় করছে।”

দলীয় সূত্রে খবর, এনিয়ে কালীঘাটের এক বৈঠকে তৃণমূলের বিধায়করা কোন কোন বিষয় তুলে ধরবেন, তা চূড়ান্ত হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক