সংসদের শীতকালীন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সোচ্চার হবে তৃণমূল

সোমবার থেকেই শুরু হয়ে গেল এবারের সংসদের শীতকালীন অধিবেশন। আর এবারের এই অধিবেশনের শুরুতেই ফের একবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ট্যুইট করে এমনই ইঙ্গিত দিয়েছেন ডেরেক ওব্রায়েন।

ডেরেক তাঁর ট্যুইটে লেখেন ‘সোমবার লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। আজ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন৷ আরও একবার লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিলের প্রস্তাব আনবে তৃণমূল কংগ্রেস৷ ফের একবার প্রধানমন্ত্রী অন্যদিকে মুখ ফেরাবেন৷ ওঁরা ২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনও তা পূর্ণ করেননি।’

বহু বছর ধরেই চর্চায় রয়েছে মহিলাদের সংরক্ষণ সম্পর্কিত এই বিল। দেশের শাসনব্যবস্থায় যাতে মহিলাদের ন্যুনতম অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্যই এই ভাবনা। এই বিল কার্যকর হলে লোকসভা সহ দেশের সমস্ত বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে।

এবারের অধিবেশনে প্রচুর ইস্যু রয়েছে বিজেপি সরকারের৷ প্রায় ২৬টি নতুন বিল নিয়ে আলোচনা করতে চায় তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী তিনটি কৃষি আইন প্রত্যাহারও সংক্রান্ত বিলও এই অধিবেশনেই পেশ করতে চলেছে বিজেপি।
২৯ নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর অবধি।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?