Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সংসদের শীতকালীন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সোচ্চার হবে তৃণমূল - NewsOnly24

সংসদের শীতকালীন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সোচ্চার হবে তৃণমূল

সোমবার থেকেই শুরু হয়ে গেল এবারের সংসদের শীতকালীন অধিবেশন। আর এবারের এই অধিবেশনের শুরুতেই ফের একবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ট্যুইট করে এমনই ইঙ্গিত দিয়েছেন ডেরেক ওব্রায়েন।

ডেরেক তাঁর ট্যুইটে লেখেন ‘সোমবার লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। আজ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন৷ আরও একবার লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিলের প্রস্তাব আনবে তৃণমূল কংগ্রেস৷ ফের একবার প্রধানমন্ত্রী অন্যদিকে মুখ ফেরাবেন৷ ওঁরা ২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনও তা পূর্ণ করেননি।’

বহু বছর ধরেই চর্চায় রয়েছে মহিলাদের সংরক্ষণ সম্পর্কিত এই বিল। দেশের শাসনব্যবস্থায় যাতে মহিলাদের ন্যুনতম অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্যই এই ভাবনা। এই বিল কার্যকর হলে লোকসভা সহ দেশের সমস্ত বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে।

এবারের অধিবেশনে প্রচুর ইস্যু রয়েছে বিজেপি সরকারের৷ প্রায় ২৬টি নতুন বিল নিয়ে আলোচনা করতে চায় তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী তিনটি কৃষি আইন প্রত্যাহারও সংক্রান্ত বিলও এই অধিবেশনেই পেশ করতে চলেছে বিজেপি।
২৯ নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর অবধি।

Related posts

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন: ১২ রাজ্যে ৫০ কোটি ভোটারের হাতে পৌঁছল এনুমারেশন ফর্ম, বাংলায় বিতরণ ৯৯.৬৪%

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস