তৃণমূল রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কুণাল ঘোষ। প্রতীকী ছবি

কলকাতা: কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। আগেই তাঁকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা ভোটের আবহে কুণাল ঘোষের বিরুদ্ধে কেন এমন কড়া পদক্ষেপ শাসক দলের?

এর আগে কুণাল নিজেই দলের মুখপাত্রের পদ ছাড়েন। ভোটপর্ব চলাকালীন কুণালের এই অপসারণের নির্দেশ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। বুধবার সকালের একটি ঘটনা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। সদ্য দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির টিকিটে দাঁড়ানো তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

ওই মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব মানুষের জন্য কর্মীদের জন্য সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।”

এখানেই শেষ নয়। এর পরে  কুণাল একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি সুদীপের জনসংযোগ নিয়ে প্রশ্ন তোলেন। সে প্রসঙ্গে বলতে গিয়ে আরও একবার কুণালের মুখে তাপস-স্তূতি শোনা যায়।

পুরো ঘটনায় শোরগোল পডে যায় রাজ্য-রাজনীতিতে। প্রেস বিবৃতি দিয়ে তৃণমূল জানিয়ে দেয়, ‘সম্প্রতি কুণাল ঘোষ অনেক মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না। এটা বোঝানো প্রয়োজনীয় ছিল যে তাঁর বক্তব্য নিজের। এর সঙ্গে দলের ভাবনা সম্পর্কযুক্ত নয়।’

কুণালের কোনও বক্তব্যকে আর যাতে দলের বক্তব্য হিসেবে না নেওয়া হয় সেই জন্য বলা হয়েছে। যদি তা করা হয় সেক্ষেত্রে আইনি পদক্ষেপ করা যেতে পারে তৃণমূলের পক্ষ থেকে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন