২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এর মধ্যেই চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। ঠিক এমন পরিস্থিতিতেই রাজ্যে সম্প্রীতি, শান্তি ও সংহতি বজায় রাখাকে অগ্রাধিকার দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডে একটি বৃহত্তর সমাবেশের আয়োজন করতে চলেছে দল।
তৃণমূল সূত্রে খবর, এই সংহতি সমাবেশে উপস্থিত থাকতে পারেন দলের দুই শীর্ষনেতা—তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাবেশকে সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে শাসক শিবিরে।
এই কর্মসূচির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের যুব, ছাত্র ও সংখ্যালঘু সংগঠনকে। সংহতি দিবসে শান্তি ও ঐক্যের বার্তা তুলে ধরতেই এই বিশেষ সমাবেশের পরিকল্পনা বলে দলীয় মহলের দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে রাজ্যে সম্প্রীতির আবহ বজায় রাখা এবং সংগঠনকে মাঠে সক্রিয় করা—দুটো লক্ষ্য নিয়েই এই উদ্যোগ।
ভোটার তালিকার সংশোধন চলাকালীন সময়েই তৃণমূলের এই বড় সমাবেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন