Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাংলার রাজ্যপালকে অপসারণের দাবি নিয়ে রাজ্যসভায় তৃণমূলের প্রস্তাব পেশ - NewsOnly24

বাংলার রাজ্যপালকে অপসারণের দাবি নিয়ে রাজ্যসভায় তৃণমূলের প্রস্তাব পেশ

পূর্ব পরিকল্পনা মতোই রাজ্যপাল জগদীপ ধনখড়কে বাংলা থেকে সরানোর দাবিতে সংসদে ফের একবার সোচ্চার হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রস্তাবও পেশ করল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেস এর তরফে বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষদিনে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় রাজ্যসভার সচিবালয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবিতে চিঠি পাঠিয়েছেন।

তৃণমূল কংগ্রেস এর এই আইনজীবী সংসদ সুখেন্দুশেখরবাবুর দাবি অনুযায়ী, বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গ সরকারের কাজে প্রতিনিয়ত নাক গলাচ্ছেন। যা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না। আর তাই দেশের রাষ্ট্রপতির উচিৎ এখনই তাঁকে বাংলা থেকে অপসারণ করা।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারেই বৃহস্পতিবার লিখিতভাবে রাজ্যপাল জগদীপ ধনখড়কে অপসারণের দাবিতে রাজ্যসভার সচিবালয়কে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতকের বক্তব্য, “রাজ্যসভার রুল বুকের ১৭০ নম্বর ধারা অনুযায়ী আমি এই স্বতন্ত্র প্রস্তাব পেশ করছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় যেভাবে নির্বাচিত রাজ্য সরকারের প্রতিদিনের কাজকর্মে হস্তক্ষেপ করছেন এবং সাংবিধানিক পদে থাকা আধিকারিক ও সরকারের নীতির সমালোচনা করছেন, এই হাউজ তার নিন্দা করুক।”

Related posts

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে জনস্রোত, ৮৫ লক্ষ পুণ্যার্থী স্নানে, আকর্ষণ কিন্নর সাধুরা

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে

এসআইআর নির্দেশিকা নিয়ে চরম বিভ্রান্তি, ফরাক্কায় প্রায় ২০০ বিএলওর গণইস্তফা