কলকাতা: তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে তুলকালাম। পূর্ব ঘোষিত এই কর্মসূচি ঠেকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। রাজভবনের সামনে মোতায়েন ছিল প্রচুর পুলিশকর্মী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা। এর পরই ধস্তাধস্তিও হয়।
শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে তৃণমূল শিক্ষা সেলের শিক্ষক এবং অধ্যাপকেরা। রাজভবনের অদূরে গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। বাধা অতিক্রম করে রাজভবনে পৌঁছনোর চেষ্টা করেন মিছিলকারীরা। শুরু হয় ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা।
ধস্তাধস্তির সময় তৃণমূল শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। জামা ছিঁড়ে যায় তাঁর। তাঁকে গাড়িতে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এর পর পরিস্থিতি সামাল দিতে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজভবন অভিযান প্রসঙ্গে বলেন, ‘পুলিশ সেখানে রাজধর্ম পালন করে এবং বিক্ষোভকারীদের আটকায়। পুলিশ তাদের রাজভবনের দিকে যেতে দিতে পারে না। এটা বিরোধীদের শেখা উচিত।’
প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েকটি বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল। এরই প্রতিবাদে পথে নামল তৃণমূলের শিক্ষাসেল। শুক্রবার রাজভবন অভিযানে নামলেন তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা।নারীর সম্ভ্রম হরণের অভিযোগকে সামনে রেখে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসকদল।