প্রায় পাঁচ বছর আগে শেষবার হয়েছিল তৃণমূল কংগ্রেস এর সাংগঠনিক নির্বাচন। আর ঠিকপাঁচ বছর পরে বুধবার আবারও অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের দলীয় সাংগঠনিক নির্বাচন। দলের প্রতিষ্ঠাতা হিসেবে ফের একবার ডলের চেয়ারপার্সন পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচন শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র। এদিন ১২ টা থেকে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় তৃণমূল কংগ্রেস এর নির্বাচন প্রক্রিয়া। আর তৃণমূলের এই নির্বাচন প্রক্রিয়ার উপস্থিত থাকার জন্য বিরোধী দলগুলিকেও তৃণমূলের তরফে আমন্ত্রণ জানানো হয়। তাৎপর্যের বিষয় হল এই যে, তৃনমূলের তৈরি আমন্ত্রিত তালিকায় রাজ্যের প্রায় সব বিরোধী দলের নাম থাকলেও কোথাও খুঁজে পাওয়া যায়নি বিজেপির নাম। জানা গিয়েছে ফের একবার নিজের দলের চেয়ারপার্সন পদে আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত হওয়ার পর দলকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার জন্যে কিছু গাইড লাইন তৈরি করে দেবেন নেত্রী।
প্রায় পাঁচ বছর আগে শেষবার হয়েছিল তৃণমূল কংগ্রেস এর সাংগঠনিক নির্বাচন। আর ঠিক
পাঁচ বছর পরে বুধবার আবারও অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের দলীয় সাংগঠনিক নির্বাচন। দলের প্রতিষ্ঠাতা হিসেবে ফের একবার ডলের চেয়ারপার্সন পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচন শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মাত্র।
এদিন ১২ টা থেকে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় তৃণমূল কংগ্রেস এর নির্বাচন প্রক্রিয়া। আর তৃণমূলের এই নির্বাচন প্রক্রিয়ার উপস্থিত থাকার জন্য বিরোধী দলগুলিকেও তৃণমূলের তরফে আমন্ত্রণ জানানো হয়।
তাৎপর্যের বিষয় হল এই যে, তৃনমূলের তৈরি আমন্ত্রিত তালিকায় রাজ্যের প্রায় সব বিরোধী দলের নাম থাকলেও কোথাও খুঁজে পাওয়া যায়নি বিজেপির নাম।
জানা গিয়েছে ফের একবার নিজের দলের চেয়ারপার্সন পদে আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত হওয়ার পর দলকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার জন্যে কিছু গাইড লাইন তৈরি করে দেবেন নেত্রী।