কলকাতায় নেতাজি ইন্ডোর এর মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের মমতা বলেন, আগে বাংলা সামলান। এত শক্তিধর হয়ে উঠুন যেন ২০২৪ সালে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই আমরা তৃণমূল কংগ্রেস যেন জয়ী হতে পারি। রাজ্যের ৪২টি আসনেই যেন জোড়া ফুল প্রতীক জয় পায়।
নেত্রী আরও বলেন, আপনারা বাংলায় ভালো করে কাজ করুন। তাহলে যাতে আমিও রাজ্যের বাইরে গিয়ে আরও কাজ করতে পারি।’’
তৃণমূল নেত্রীর অন্যতম লক্ষ্য, কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপি কে হঠানো। আর সেই লক্ষ্যে আগামী দু’বছর তিনি যে সর্বভারতীয় স্তরের জাতীয় রাজনীতিতে মন দিতে চাইছেন, আপাতত সেদিকেই ফোকাস করতে চলেছেন এবং সেখানেই সর্বশক্তি নিয়োগ করবেন।
বুধবার কলকাতার নেতাজি ইন্ডোরে প্রায় পাঁচ বছর পর আয়োজিত তৃণমূল কংগ্রেস এর সাংগঠনিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই ফের একবার দলের চেয়ারপার্সন নির্বাচিত হন। এরপর দলের কর্মী সমর্থকদের এবং একইসঙ্গে দলীয় নেতৃত্বকেও সাফ জানান তৃণমূল নেত্রী যে, ‘বাংলায় কাজ’ বলতে তাঁর লক্ষ্য, রাজ্য থেকে ৪২টি লোকসভা আসনই দখল করা। দলের নেতাদের নেত্রী বলেন, আপনারা সবাই মনে রাখবেন, চ্যারিটি বিগিন্স অ্যাট হোম। তাই আগে বাংলায় নিজেদের ঘর সামলান। এতটাই শক্তিশালী হয়ে উঠুন যাতে ২০২৪ সালে ৪২টি লোকসভা আসনের ৪২টিই যেন জয় করতে পারে তৃণমূল কংগ্রেস।