তৃণমূলে শৃঙ্খলা ভঙ্গকারীদের এবার দল থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলে যারা শৃঙ্খলা ভঙ্গ করছেন তাঁদের এবার দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। বার বার বারণ করা সত্ত্বেও যারা প্রেস এর সামনে বিবৃতি দিচ্ছে তাদের অনেকবার সাবধান করা হয়েছে। এবার শেষবার সাবধান করা হচ্ছে।

নতুন করে তৃনমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে আমি আবার গঠন করে দিচ্ছি। এই কমিটি এখন থেকে কঠোর হতে পরিস্থিতি মোকাবিলা করবে।

বাজেট অধিবেশনে বিজেপি চূড়ান্ত অসভ্যতা করেছে। তৃণমূলের মহিলাদের প্রতি তীব্র কটূক্তি করা হয়েছে, কিন্তু তারপরেও তৃণমূলের মহিলা বিধায়করা অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

মাধ্যমিক পরীক্ষার দিনেও মিছিল করছে বিরোধীরা। এদের ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই। রাজনীতি করতে গেলে আগে মানুষের মনের কথা বুঝতে হয়। রাজনীতিটা করে খাওয়ার জায়গা নয়।

এখন থেকে মিউনিসিপ্যালিটি গুলোর উপর আমরা নজর রাখব।কোথাও কোনও অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে । তৃণমূলে লবি করে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়া যায়না।
এখানে আগেকার সেই কংগ্রেস কালচার চলবে না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক