উত্তর ব্যারাকপুরের তৃণমূল উপ-পুরপ্রধানের রহস্যমৃত্যুর নেপথ্যে এক মহিলা? তদন্ত শুরু


উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল উপ-পুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দু’দিন নিখোঁজ থাকার পর শুক্রবার রাতে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু শনিবার সকালে বাড়ির ছাদের চিলেকোঠা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি আড়াই পাতার চিঠি উদ্ধার করা হয়েছে, যা প্রাথমিকভাবে সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে। পরিবার দাবি করেছে, একটি ভুয়ো ভিডিয়ো দেখিয়ে সত্যজিৎবাবুকে ব্ল্যাকমেল করা হচ্ছিল এবং এর পিছনে কয়েকজন জড়িত। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা এক মহিলার বিরুদ্ধে ব্ল্যাকমেলের মাধ্যমে লাখ লাখ টাকা আদায় এবং সত্যজিৎবাবুকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন। পরিবারের বক্তব্য, অভিযুক্ত মহিলা জয়শ্রী দাস দীর্ঘদিন ধরে মানসিক চাপে রেখেছিলেন সত্যজিৎবাবুকে।

শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির ছাদের একটি পরিত্যক্ত ঘরে সত্যজিৎবাবুর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) গণেশ বিশ্বাস জানিয়েছেন, “তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুইসাইড নোটটি যাচাই করা হচ্ছে। তবে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।”

পরিবারের সদস্যরা দাবি করেছেন, “দাদা তাঁর মৃত্যুর কারণ চিঠিতে লিখে গিয়েছেন। জয়শ্রী দাস দাদাকে ব্ল্যাকমেল করে মানসিকভাবে ভেঙে দিয়েছে। আমরা তার শাস্তি চাই।”

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, সুইসাইড নোট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক